Mon. Oct 27th, 2025
Advertisements

খোলাবাজার২৪,সোমবার,১৮অক্টোবর ২০২১: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল- এর ৫৬তম জন্মদিনে শিশু রাসেলের প্রতি ভালবাসা জানিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য মধ্যাহ্ন ভোজ ও দোয়া মাহ্ফিলের আয়োজন করল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। ১৮ অক্টোবর ২০২১ তারিখে, শেখ রাসেলের জন্মদিনে; রাজধানীর স্যার সলিমুল্লাহ্মু সলিম এতিম খানা, ছোটমনি শিশু নিবাস এতিমখানা এবং ডে কেয়ার অ্যান্ড বেবি মেসে বসবাসকারী সকল শিশুর জন্য এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে শিশুদের মাঝে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম। মধ্যাহ্ন ভোজ শুরুর পূর্বে অনুষ্ঠিত দোয়া মাহ্ফিলে মহান আল্লাহ্র দরবারে শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আগামীদিনে রাষ্ট্রকে নেতৃত্ব দানে সকল শিশুর হৃদয়ে শেখ রাসেলের দীপ্ত প্রত্যয় যেন উজ্জীবিত থাকে সেই দোয়াক রাহয়। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের বিসি অ্যান্ডসিএ ডিভিশনের প্রধান সোহেল এ রাহমানী, জনসংযোগ কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদ এবং এতিমখানা তিনটির শিক্ষকবৃন্দ।