Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪,শনিবার, ১৯ই মার্চ, ২০২২ঃ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এবং ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে এসআইবিএলের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের কার্ড হোল্ডার গ্রাহকরা ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এসআইবিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

এসময় অন্যান্যের মধ্যে এসআইবিএলের কার্ড ডিভিশনের প্রধান শরীফ আল-কাশেম,  সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট জিএম নুরুজ্জামান এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের ম্যানেজার মো. হাফিজুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।