Wed. Oct 15th, 2025
Advertisements


খোলাবাজার২৪, মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ঃ প্রাইম ব্যাংক সম্প্রতি কার লোন এবং হোম লোন গ্রাহকবৃন্দের বীমা সুবিধা প্রদানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের কার লোন এবং হোম লোন গ্রাহকবৃন্দ তাদের গাড়ি বা রিয়েল এস্টেট সম্পত্তির ঝুঁকি কমাতে বীমা সুবিধা পাবেন।
প্রাইম ব্যাংকের ডিএমডি ও কনজ্যুমার ব্যাংকিং এর প্রধান এএনএম মাহফুজ এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মঈনুদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় প্রাইম ব্যাংকের ইভিপি ও ওয়েলথ ম্যানেজমেন্ট এর প্রধান মিঞা মোহাম্মদ রবিউল হাসান এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াফি শফিক মেনহাজ খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।