Wed. Oct 15th, 2025
Advertisements

খোলাবাজার২৪, সোমবার, ২৫ জুলাই, ২০২২ঃ নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল ১১টায় নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব সাখাওয়াত হোসেন শফিক। সম্মেলনের উদ্বোধন করেন কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। দলীয় নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নীলফামারী জেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ইয়াহিয়া আবিদ কে সভাপতি ও এ্যাড আজহারুল ইসলাম কে সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়।


সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেন, জলঢাকায় যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে অবশ্যই এর শক্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিয়মতান্ত্রিকভাবে জলঢাকা ও ডোমারের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক। কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সহ-সভাপতি আব্দুল মালেক প্রমুখ।