Sat. Oct 18th, 2025
Advertisements

খোলাবাজার২৪, রবিবার, ২৮ আগস্ট, ২০২২ঃ  যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে পাবনার সুজানগরে দরিদ্র ও চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস,দন্ত,  শিশুরোগ, অর্থোপেডিক ও সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়। যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীনুজ্জামান শাহীন, চেয়ারম্যান, সুজানগর উপজেলা পরিষদ, মোঃ রেজাউল হক, চেয়ারম্যান, বেড়া উপজেলা পরিষদ, অধ্যাপক ডঃ নাইদ মোঃ শামসুল হুদা, প্রাক্তন অধ্যক্ষ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যমুনা ব্যাংকের নিকটস্থ শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চিকিৎসা ক্যাম্পে ৪,৭৫১ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের পাশাপাশি ৩৩৭ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।