খোলাবাজার২৪, রবিবার, ২৮ আগস্ট, ২০২২ঃ ২৮ আগস্ট ২০২২ তারিখ সকাল ১১:০০টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), প্রধান কার্যালয়ের বোর্ড রুমে পরিচালনা পর্ষদের ৫৫২তম সভা অনুষ্ঠিত হয়। রাকাব-এর চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল উক্ত সভায় সভাপতিত্বে করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি; রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম; প্রাণি সম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ডা: মোঃ আব্দুল হাই সরকার; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী বিভাগ এর অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর বিভাগ এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহ আলম; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগ এর উপ-পরিচালক মোঃ আব্দুর রউফ এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ উক্ত সভায় উপস্থিত ছিলেন। সভায় ব্যাংক সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদির উপর বিস্তারিত আলোচনা শেষে বেশ কিছু ব্যবসায়িক ও প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়।