Sat. Oct 18th, 2025
Advertisements

খোলাবাজার২৪, রবিবার, ২৮ আগস্ট, ২০২২ঃ বাংলাদেশ ব্যাংক কর্তৃক টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়ার পর এবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট-বিআইবিএম থেকেও এ স্বীকৃতি গ্রহণ করলো বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ এ পুরস্কার গ্রহণ করেন।
রবিবার সকালে (২৮ আগস্ট, ২০২২) ঢাকার মিরপুরেবিআইবিএম অডিটোরিয়ামে আয়োজিত সাস্টেটেইন্যাবিলিটি রেটিংপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেন জার্মান ডেভোলপমেন্ট কো-অপারেশন হেড ফ্লোরিয়ান হোলেন ও বিআইবিএম এর মহা-পরিচালক ড. মো. আক্তারুজ্জামান। অনুষ্ঠানটির সহ-আয়োজক প্রতিষ্ঠান দ্য জার্মান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন বা জিআইজেড বাংলাদেশ।এই তালিকায় বেসরকারি খাতের সেরা ১০ ব্যাংককে এবং সেরা পাঁচ আর্থিক প্রতিষ্ঠাকেটেকসই মানের স্বীকৃতি দেয়া হয়।টেকসই কোর ব্যাংকিং সূচকের মধ্যে প্রতিষ্ঠানের ঋণের মান, মূলধন পরিস্থিতি, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে বিবেচনায় নিয়ে গেলো ৩০ জুন বাংলাদেশ ব্যাংকএ পুরস্কার দেয়।আজকের অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের বিবেচনাকে নিয়ামক ধরে পুরস্কার দেয়া হয়েছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভোলপমেন্ট-আইসিসিসিএডি এর পরিচালক ড. সেলিমুল হক, বাংলাদেশ ব্যাংক এর সাস্টেইন্যাবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক খন্দকার মোর্শেদ মিল্লাত, জিআইজেড বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ফিরদাউস আরা হোসেন, বাংলাদেশ সরকারের আর্থিক সম্পর্ক বিভাগের ডেপুটি সেক্রেটারি এস.এম মাহবুব আলম, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভোলপমেন্ট-বিল্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, বিআইবিএম এর অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবীব, বাংলাদেশ ফাইন্যান্সের হেড অব সাস্টেইন্যাবল ফাইন্যান্স মো. কোহিনুর হোসেনসহ অন্যরা।