Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালী জেলা ইমাম পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাতীয় পর্যায়ে ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদেরের সঞ্চালনায় বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাহাবুবুল আলম। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মাওঃ আবু বকর, সাংগঠনিক সম্পাদক মাওঃ ইছারুল্লাহ, আলহাজ্ব মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন সমাজের মানুষ ইমামদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, বিশ্বাস করেন। তাই সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ ও জঙ্গিমুক্ত সমাজ বিনির্মানে ধর্মীয় নেতাদের ভূমিকা খুবই গুরুত্বপুর্ন। সম্মেলনে সর্বসম্মতিতে মাওলানা মোঃ আবু সাঈদকে সভাপতি ও হাফেজ মাওলানা আব্দুল কাদেরকে সাধারন সম্পাদক করে পুনরায় জেলা ইমাম পরিষদের কমিটি গঠিত হয়।