সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ কলাপাড়া উপজেলার মহিপুর থেকে উদ্ধার করা ৫টি সাপ অবমুক্ত করা হয়েছে। অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের সদস্যরা রবিবার দুপুরে কুয়াকাটায় সাপগুলো অবমুক্ত করেন। অ্যানিমেল লাভার্স অব কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, বায়েজিদ ও মহিপুর বন বিভাগের বন কর্মীরা সাপগুলো উদ্ধার করে অবমুক্ত করেন।
অবমুক্ত করা সাপের মধ্যে বিষধর পদ্ম গোখরা তিনটি, নির্বিষ দাঁড়াশ একটি ও একটি বার্মিজ অজগর ছিলো।
অ্যানিমেল লাভার্স অব কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, মহিপুরের পাইকবাড়ি নামক গ্রামে এক সাপুড়ে বেশ কয়েকটি সাপ নিয়ে খেলা দেখাচ্ছিল। পরে বনবিভাগ ও অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী টিমের সদস্যরা সেখান থেকে সাপগুলো উদ্ধার করে। তবে সাপ ধরবে না এমন শর্তে ওই সাপুরেকে ছেড়ে দেয়া হয়েছে।