মাহমুদুল হাছান ডিআইইউ প্রতিনিধিঃ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন আবাসিক হলে চুরির ঘটনা ঘটেছে। হলের চতুর্থ তলার ৪০৬ নম্বর রুমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি ল্যাপটপ ও ৪ টি মোবাইল সেট চুরি হয়। এর এক সপ্তাহ আগেও এ হলে চুরির ঘটনা ঘটে৷
মঙ্গলবার (২০ মার্চ) ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটেছে৷ চুরির ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন আবাসিক হলের শিক্ষার্থীরা।
ভুক্তভোগী সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারজুক বলেন, রাতে পড়াশোনা করে ঘুমিয়ে গিয়েছিলাম আমরা।সকাল ৬ টার দিকেও আমি আমার ফোন ও ল্যাপটপ দেখেছিলাম। ৬ টার পরে নামাজের জন্য ঘুম থেকে উঠার পর দেখি আমার ল্যাপটপ,ফোন ও আমাদের রুমমেট দের ফোন গুলো নেই। আমাদের হলের নিচে সিকিউরিটি গার্ড থাকার শর্তেও নিয়মিত এমন চুরির ঘটনা অপ্রত্যাশিত।এর আগেও আমি আমার মোবাইল ফোন হারিয়েছি হল থেকে।