২০ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্ক : সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোড়পূর্বক দোকান ভেঙ্গে চলাচলের রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা শহরের নূতন বাজার এলাকায় দুমকি-বাউফল মহাসড়কের দক্ষিণ পাশে মৃত আবদুল মজিদ মাস্টারের স্ত্রী মমতাজ বেগম, দুই ছেলে কলেজ অধ্যক্ষ জসিম উদ্দিন, অধ্যক্ষ জামাল হোসেন, দু‘কন্যা মর্জিনা ও হেলেনা বেগমের দুমকি মৌজার এসএ ৪৩৮ খতিয়ানে ১২৪২ ও ১২৪৩ দাগের যৌথ মালিকানার জমিসহ ৭টি স্টল-দোকানঘর রয়েছে যা বিভিন্ন ব্যবসায়িদের কাছে ভাড়া দেয়া হয়েছে। পরে ফেয়ার ইউনাইটেড গ্রুপের এমডি মো: মাসুদ আল মামুন গোপনে মর্জিনা ও হেলেনার নিকট থেকে ৬শতাংশ জমি ক্রয় করেন। বিষয়টি জানাজানির পর মৃত. মজিদ মাস্টারের বড় ছেলে অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন পটুয়াখালী বিজ্ঞ আদালতে একটি রিডাকশন মামলা দায়ের করেন। (মামলা নং ২৪/২৩ তারিখ ২/৩/২৩)। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা সত্তেও মাসুদ আল মামুন গোপনে ঐ জমিতে বাউন্ডারি ওয়াল ও রাস্তা নির্মাণ কাজ শুরু করে। এ বিষয়ে অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন দুমকি থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। পুলিশ ডায়েরির সরেজমিন তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা মেলায় কাজ বন্ধ করে দিলেও তারা তা মানছে না। পুলিশ চলে যাওয়ার পরে ফের পুরোদমে রাস্তার কাজ শুরু করেছে।