Mon. Oct 27th, 2025
Advertisements

২২জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম সার্কেলে মামলাধীন ঋণসমূহের আদায় অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার চট্টগ্রাম সার্কেল সচিবালয়ে আয়োজিত এ সভার প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক তানজিনা ইসমাইল।

বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। চট্টগ্রাম সার্কেল মহাব্যবস্থাপক এনামুল মাওলার সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বক্ষণিক আইন উপদেষ্টা মুহাম্মদ আলতাফ হোসাইন, সার্কেলাধীন সকল নির্বাহী, কর্পোরেট শাখা প্রধান, অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপকরা, ঋণ ও আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর ব্যাংকের ঋণ আদায়সহ ২০২৩ সালে ব্যাংকটিকে আরও এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে আর্থিক সূচকসমূহের অধিক প্রবৃদ্ধি অর্জন, আমদানি, রপ্তানি, রেমিট্যান্স অর্জন বৃদ্ধিসহ সম্মানিত গ্রাহকগণকে অধিক সেবা প্রদানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুনাম অর্জন ও সর্বক্ষেত্রে অগ্রণীর অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।