Mon. Sep 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

২৫জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিডেটের অর্ধ-বার্ষিক ব্যবসায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ডিজিটাল প্লাটফরমে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী সভাপতিত্ব করেন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহ, ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, আঞ্চলিক প্রধানগণ ও শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।
সভায় ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং পরবর্তী সময়ের জন্য কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।