Mon. Sep 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
২৫জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : ইকবাল হোসেন  :শালিখা (মাগুরা) প্রতিনিধি : নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে মাগুরার শালিখা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে বর্নাঢ‍্য র‍্যালী, আলোচনা সভা,স্হানীয় মৎস‍্য চাষীদের পুরুস্কার প্রদান ও মাছের পোনা অবমুক্তকরনের মধ‍্যে দিয়ে এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার  (২৫ জুলাই) বেলা ১২ টায়  মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বিরেন শিকদার প্রধান অতিথি হিসাবে  উপস্হিত থেকে এই মৎস‍্য সপ্তাহের শুভ উদ্ধোধন করেন।
এর আগে সকাল ৯.৩০ টায় একটি বর্নাঢ‍্য র‍্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) উম্মে তহমিনা মিতু, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস ও ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল বিশ্বাস, মাগুরা জেলা পরিষদের সদস্য মুন্সি আবু হানিফ প্রমুখ।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তারা দেশী প্রজাতির মাছ রক্ষার্থে অভয় আশ্রম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করােন।পরে মাছ চাষে আগ্রহ বাড়ানোর জন‍্য স্হানীয় পর্যায়ে মৎস্য চাষীদের পুরষ্কার প্রদান করা হয়।