Wed. Oct 15th, 2025
Advertisements

০৩আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক :জনতা ব্যাংক লিমিটেডের মাগুরা এরিয়া অফিসের আওতাধীন শাখা সমূহের ব্যবস্থাপকদের সম্প্রতি এক মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ব‌্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আব্দুল জব্বার প্রধান অতিথি হিসেবে বক্তব‌্য রাখেন। সভায় সিইও এন্ড এমডি মাগুরা এরিয়ার শাখাগুলোর আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, সিএল ঋণ হতে আদায় অগ্রগতি পর্যালোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ন দিক নির্দেশনা প্রদান করেন।