Wed. Oct 15th, 2025
Advertisements

১৬আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক : সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। ১৬ আগস্ট প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মশিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান এবং শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের মুরাক্বিব সৈয়দ জয়নুল আবেদীন। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ, সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকবৃন্দ, আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো হচ্ছে- কিশোরগঞ্জের পাকুন্দিয়া বাজারে, রাঙ্গামাটির বাঘাইছড়িতে, খাগড়াছড়ির মানিকছড়িতে, বগুড়ার শেরপুরের ভবানীপুরে ও বগুড়া সদরের পীরগাছা বাজারে এবং নোয়াখালীর নোয়ার হাটে।