পিরোজপুর জেলা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একই পরিবারের চার ভাই।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মশিউর রহমান মহারাজ।
১৯৮৪ সালে পিরোজপুর সদর, নেছারাবাদ এবং নাজিরপুর উপজেলা নিয়ে আসনটি গঠিত হয়েছে। আসনটি গঠিত হওয়ার পর ১৯৮৬ সালে সর্বপ্রথম নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার। ১৯৯১ সালে নির্বাচিত হয়েছেলেন আওয়ামী লীগের সুধাংশ শেখর হালদার। ১৯৯৬ আর ২০০১ সালে দু’বার এমপি ছিলেন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। ২০০৮ ও ২০১৪ সালে দুই মেয়াদে সংসদ সদস্য ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল। ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের শ.ম. রেজাউল করিম।
চার ভাইয়ের ছোট ভাই মসিউর রহমান মহারাজ খোলাবাজারকে জানান, আমরা চার ভাই ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি।
মসিউর রহমান মহারাজ আরও বলেন, আমরা আশা করি দলের সভাপতি শেখ হাসিনা আমাদের মধ্যে থেকেই একজনকে মনোনয়ন দিবেন।