Wed. Oct 15th, 2025
Advertisements


খোলাবাজার অনলাইন ডেস্ক : যথাযোগ্য মর্যাদায় অগ্রণী ব্যাংক পিএলসি. কর্তৃক মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দিবসটি পালনের কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে অগ্রণী ব্যাংক পিএলসি.’র পরিচালনা পর্ষদের পরিচালক কে, এম, এন, মঞ্জুরুল হক লাবলু, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর এর নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপ ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, মহাব্যবস্থাপকবৃন্দ, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অগ্রণী ব্যাংক ভবনের সামনে শহিদ জাফর চত্বরে স্থাপিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও মঙ্গলবার বাদ যোহর প্রধান কার্যালয়ের নামাজ ঘরে ভাষা শহিদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।