Mon. Mar 31st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:- দেশের স্বনামধন্য স্টার লাইন গ্রুপ এর অঙ্গ—প্রতিষ্ঠান স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের সৌজন্যে স্টার লাইন হেলথ্ সার্ভিস এর অধীনে পরিচালিত স্টার লাইন কমপ্লেক্স এর নিচতলায় (কাউন্টার সংলগ্ন) ফ্রি চিকিৎসা সেবা চেম্বারের শুভ উদ্বোধন করেন- স্টার লাইন গ্রুপ এর ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন-স্টার লাইন গ্রুপ এর পরিচালক মাহমুদুল হক চৌধুরী মুনির, জামাল উদ্দিন। স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের চিফ মেডিকেল অফিসার, ডায়াবেটিস বিশেষজ্ঞ, মেডিসিন, হৃদরোগ, বক্ষব্যধি, বাতব্যাথা, নিউরো মেডিসিন, কিডনি, চর্ম ও যৌন, মানষিক, এ্যাজমা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আশিকুল ইসলাম মহিম, স্টার লাইন পরিবহনের জিএম বেলাল হোসেন।

উদ্বোধন শেষ ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন জানান, স্টার লাইন গ্রুপ এর সকল কর্মকর্তা-কর্মচারী, স্টার লাইন পরিবহনের সকল সম্মানতি যাত্রীগণ, স্টার লাইন গ্রুপের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের (স্কুল, কলেজ, মাদ্রাসা) শিক্ষার্থীরা ফ্রি চিকিৎসা সেবা নিতে পারবেন।