Wed. Oct 15th, 2025
Advertisements

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি: ফেনী শহরের মাষ্টারপাড়ায় প্রায় ১৬ বছর পর অভিযান চালিয়েছে বাখরাবাদ কর্তৃপক্ষ। এসময় অবৈধভাবে ৪২ চুলার সংযোগ বিচ্ছিন্ন এবং ৭ লক্ষাধিক টাকা বকেয়া আদায় করা হয়।
বাখরাবাদ সূত্র জানায়, বাখরাবাদের ফেনী এরিয়া অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী বাপ্পী শাহরিয়ার অভিযানে বের হন। মাষ্টারপাড়ায় সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাগানবাড়ির আশপাশের বাসাবাড়ি গুলোতে অভিযান পরিচালনা করেন বাখরাবাদ কর্তৃপক্ষ। এসময় বিল বকেয়া থাকায় একটি সংযোগ, অনুমোদনহীন অতিরিক্ত চুলা ব্যবহার করায় ৬টি সংযোগে ২২ চুলা এবং অবৈধভাবে ৪টি সংযোগে ২০ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালে ৭ লাখ ৮৯ হাজার ৯২ টাকা বকেয়া বিল ব্যাংকের মাধ্যমে আদায় করা হয়। অভিযানে বাখরাবাদের কুমিল্লা কার্যালয়ের মহাব্যবস্থাপক (পরিকল্পনা) মাহবুব আলম সিদ্দিকী, উপ-মহাব্যবস্থাপক মো: শহিদুল ইসলাম, নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যস্থাপক প্রকৌশলী মো: আক্তারুজ্জামান, ফেনী এরিয়া অফিসের ব্যবস্থাপক (রাজস্ব) আবদুর রাজ্জাক, উপ-ব্যবস্থাপক মো: মিলন হোসেন ও আবিদ হাসান, উপ-সহকারী প্রকৌশলী মো: ছালেহ আহাম্মদ, সহকারী ব্যবস্থাপক (রাজস্ব) শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

প্রকৌশলী মোহাম্মাদ বাপ্পী শাহরিয়ার জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বাখরাবাদ কর্তৃপক্ষের নির্দেশনায় বিশেষ অভিযান চলমান রয়েছে।