Wed. Oct 15th, 2025
Advertisements

নরসিংদী প্রতিনিধি:-নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহীন বিন ইউসুফের উপর দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বেলা ২টার দিকে ঘোড়াশাল স্টেশন সংলগ্ন সাদ্দাম বাজারের সামনে হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার জানায়, ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় সাম্প্রতিক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘাত বাঁধে। শাহিন সংঘাত থামাতে গেলে ১০-১২ জনের চিহ্নিত সন্ত্রাসী বাহিনী তার উপর দেশীয় অন্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় আরো ৪০ থেকে ৫০ জন তাদের সাথে ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এসময় তাদের হামলায় শাহীনের মাথা, হাত, পা সহ শরীরের বিভিন্ন স্থান মারাত্মক ভাবে জখম হয়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শাহীনের শরীরের বিভিন্ন স্থানে প্রায় বিশটি সেলাই লেগেছে।
আহত শাহিন বিন ইউসুফ বলেন,সাদ্দাম বাজার নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে।আমি ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে ছিলাম বলে সন্ত্রাসীরা আমাকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা চালায়।
এদিকে, যুবদল নেতা শাহীন বিন ইউসুফের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়েছে