মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
কক্সবাজার সদর উপজেলার লিংকরোড দক্ষিণ মহুরি পাড়া এলাকায় পাহাড় ধসে ফারজানা ইয়াছমিন (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝিলংজা ইউনিয়নের মুহরী পাড়ায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে।
ফারজানা ইয়াছমিন লিংকরোড দক্ষিণ মুহরি পাড়া এলাকার আবু তাহেরের মেয়ে ও ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে ছাত্রী ছিল।
স্থানিয়রা জানায়, স্থানীয় মোহাম্মদ কবিরের ছেলে মাহাবুব উল্লাহ মাহাবু দীর্ঘ দিন ধরে পাহাড় কেটে আসছিলেন। ওই পাহাড়ের একটি অংশ ধসে আবু তাহেরের বাড়ির উপর পড়ে। এ সময় বাড়ির সবাই বের হয়ে আসতে সক্ষম হলেও চাপা পড়ে মেয়ে ফারজানা আকতার।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পার্শ্চবর্তী পাহাড় কাটার কারণে পাহাড় ধসে বাড়ির উপর পড়লে ওই ছাত্রী নিহত হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানিয়রা লাশ উদ্ধার করেছে।