Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
রিয়াজ ও পূর্ণিমাকে নিয়ে ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ এবং শাকিব ও পরী মণির ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির পর নতুন আরেকটি ছবি নির্মাণ করছেন এস এ হক অলিক। নতুন ছবিতে নতুন এক জুটি উপহার দিতে যাচ্ছেন তিনি। তাঁরা হলেন আইরিন ও আসিফ। বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে শুটিং করেছেন তিনি।

আজ ঢাকার একটি রেলস্টেশনে শুটিং করবেন। বাকি থাকবে ছবির একটি গানের শুটিং, সেটিও চলতি মাসে শেষ করতে চান পরিচালক।

আইরিন বললেন, ‘অলিক ভাইয়ের আগের তিনটি ছবি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। আমার আশা, এই ছবিটিও দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে। ছবির গল্পটাও আমার কাছে দারুণ লেগেছে। স্যারের ছবিতে কাজ করে অনেক ভালো লেগেছে।’

আসিফ বললেন, ‘চলচ্চিত্র নির্মাতা হিসেবে এস এ হক অলিক তাঁর আগের ছবিগুলোর মধ্য দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। তাঁর পরিচালিত তিনটি ছবিই সবাই দারুণভাবে পছন্দ করেছেন। তাঁর পরিচালনায় নির্মিত নতুন ছবিতে কাজ করতে পেরে আমার স্বপ্ন সত্যি হবে। আশা করি আমাদের এই ছবিটিও দর্শকপ্রিয়তা পাবে। ‘

পরিচালক এস এ হক অলিক বলেন, ‘এরই মধ্যে ছবির অনেক কাজ শেষ করেছি। ডাবিং, এডিটিংসহ পোস্ট প্রোডাশনের কাজ শেষ করেছি। একটি গানের শুটিং বাকি। আশা করি চলতি মাসেই কাজ শেষ করতে পারব। আজ হাসপাতালে শুটিং করছি। আগামীকাল ক্যান্টনমেন্ট স্টেশনে শুটিং করব। ছবির কাজ গুছিয়ে এনেছি। আশা করি আগের ছবির মতো আরেকটি ভালো ছবি দর্শকদের উপহার দিতে পারব।’

এই ছবিতে নবাগত আসিফ ও আইরিনকে নিয়েছেন কেন, এমন প্রশ্নের জবাবে অলিক বলেন, ‘আসলে চলচ্চিত্রের প্রয়োজনেই আসিফকে নিয়েছি। দর্শক হলে গিয়ে যখন চলচ্চিত্রটি দেখবে, তখনই বুঝবে এই জায়গাতে নতুন কারো প্রয়োজন ছিল। যাঁরা নিয়মিত কাজ করছেন, তাঁদের নিলেও চলত। তবে আমার মনে হয়েছে এই চরিত্রে একজন নতুনকে নেওয়া প্রয়োজন, তাহলে দর্শকের কাছে কাহিনীর বিশ্বাসযোগ্যতা বাড়বে। এখানে আসিফ একটু অগোছালো এলোমেলো টাইপের, একটা সময় তার মধ্যে পরিবর্তন আসবে। চরিত্রটি প্রতিষ্ঠিত হিরোকে দিয়ে করালে দর্শককে গল্প বোঝানো কিছুটা কঠিন হতো। এ জন্যই মূলত আসিফকে বেছে নেওয়া।’