খোলা বাজার২৪, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫: বড় ও ছোট পর্দায় এক সময় সমান তালে অভিনয় করে গেছেন ভারতীয় বাঙালি অভিনেত্রী ইন্দ্রানী হালদার। মাঝে পাঁচ বছর অবশ্য কোনো বাংলা নাটকে দেখা যায়নি তাকে। অবশেষে ফিরলেন। তাও আবার গোয়েন্দা হয়ে।
পশ্চিমবঙ্গের দৈনিক আজকালকে ইন্দ্রানী বলেন, “আমার তো একটা পা বোম্বেতে, একটা পা কলকাতায়। এটাই সবাই বলে। গত পাঁচ বছর ধরে তো একদমই কলকাতায় ছিলাম না। পাঁচ বছর পরে কলকাতায় এলাম লাস্ট ইয়ার। অবশ্য সমান তালে সব চ্যানেলেই অডিশন বা লুক টেস্ট পাঠাচ্ছিলাম এখান থেকেই।”
আরও বলেন, “আমি তো চুটিয়ে হিন্দি সিরিয়াল করছি। আসলে কলকাতার মানুষ হিন্দি সিরিয়াল দেখেন না। ওদিকে কিন্তু নন বেঙ্গলিদের মধ্যে অভিনেত্রী হিসেবে আমার পরিচিতি এই কয়েক বছরে বেশ বেড়ে গেছে।”
‘রাঁধে, বাড়ে, চোরও ধরে’ – ইন্দ্রানীর নতুন সিরিয়ালের ট্যাগ লাইন এটা। এমনই এক অনন্যা গৃহবধূর চরিত্রে দেখা যাবে তাকে, যিনি ঘরের কাজ সামলিয়ে গোয়েন্দাগিরিও করেন। ‘গোয়েন্দা গিন্নি’ নামের সিরিয়ালটি প্রচারিত হবে জি বাংলায় ৭ সেপ্টেম্বর থেকে।
৪৪ বছর বয়সী ইন্দ্রানী অভিনয় করছেন শৈশব থেকেই। টিভি সিরিয়াল ‘তেরো পার্বন’ (১৯৮৬)-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক। সিনেমায় অভিষেক হয় সুজিত গুহর ‘মন্দিরা’ সিনেমার মাধ্যমে।
‘কাঁচের পৃথিবী’, ‘চরাচর’, ‘দহন’, ‘সাঁঝ বাতির রূপকথা’, ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’ সিনেমাগুলো প্রশংসার পাশাপাশি পুরস্কার এনে দিয়েছে ইন্দ্রানীকে।
ইন্দ্রানী অভিনীত সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল ‘তিথির অতিথি’ দু হাজারের বেশি পর্ব প্রচারিত হয় ইটিভি বাংলায়। ‘কুয়াশা যখন’, ‘বায়ান্নো এপিসোড’ ইত্যাদিও প্রশংসিত। এছাড়াও হিন্দি সিরিয়ালের মধ্যে ‘সুজাতা’,‘মারইয়াদা’ এবং ‘সাভিত্রি’ দর্শকদের মনে দাগ কেটেছে।