শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
ভারতে প্রচারিত সাবেক পর্নস্টার সানি লিওনের একটি কনডমের বিজ্ঞাপন নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এই বিজ্ঞাপনে খোলামেলা শরীরে যৌন আবেদনের ঝড় তুলেছেন তিনি।
আর এ নিয়েই সানিকে একহাত নিয়েছেন রাখী। অশ্লীলতা ছড়ানোর দায়ে কাঠগড়ায় তুলেছেন সানিকে। তার কটাক্ষ-সানি তো কাপড়ই পরে না, আমাদের দেশে এমনটা হওয়া উচিত নয়।
তিনি এই বিজ্ঞাপনটি নিষিদ্ধ করার দাবিও তুলেছেন। এর আগে সানির কনডমের বিজ্ঞাপনে তীব্র আপত্তি জানিয়ে সিপিআইয়ের কৃষক শাখার নেতা অতুল কুমার আনজানের মন্তব্যে ইতিমধ্যেই ঝড় উঠেছে। সানির সিনেমার দৃশ্য দেখে তাঁর গা বমি বমি করেছিল বলেও মন্তব্য করেছেন তিনি।