Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5বিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
ঈদুল আযহায় ঘরমুখো যাত্রীদের জন্য রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা হলেও বাসের অগ্রিম টিকিট বিক্রির দিন তারিখ এখনও ঠিক হয়নি।

বাসমালিকরা জানিয়েছেন, চলতি সপ্তাহে বৈঠক করে টিকিট বিক্রির তারিখ ঘোষণা করবেন তারা। অবশ্য, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বি আরটিসি আগামী ১৬ সেপ্টেম্বর থেকে রাজধানীর বিভিন্ন বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে প্রতিবছর ঈদে লাখ লাখ নগরবাসী ঢাকা ছাড়েন। বাড়ি ফেরার আনন্দ যাত্রার অন্যতম মাধ্যম বাস। দেশের বিভিন্ন প্রান্তের অন্তত ৬০টি রুটের বাসে করে বাড়ি ফেরেন এসব যাত্রীরা। আসন্ন ঈদুল আযহায় যাত্রীদের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখের ঘোষণা আসছে চলতি সপ্তাহে।

এদিকে, সোমবার বৈঠকে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ।

অপরদিকে, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বি আরটিসি। রাজধানীতে বি আরটিসি’র ডিপোগুলো থেকে যাত্রীর টিকিট কাটতে পারবেন।
সম্প্রতি, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেও ঈদ যাত্রায় অগ্রিম টিকিট কিনতে যাত্রীদের কোন বাড়তি ভাড়া গুনতে হবে না বলে জানিয়েছে বি আরটিসি ও বাস মালিকরা।