বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫ : তেল-গ্যাস অনুসন্ধানে রুশ কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে যৌথ কোম্পানি গঠন করতে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। শিগগরিই এ বিষয়ে একটি চুক্তি হতে পারে বলে জ্বালানি বিভাগ সুত্রে জানা গেছে।
বাপেক্স দেশের একমাত্র তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি। আর গ্যাজপ্রম রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান।
রাশিয়া সফররত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ মস্কোতে গ্যাজপ্রমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন।
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছে। শিগগিরই দুই কোম্পানির মধ্যে একটি চুক্তি হতে পারে।
গ্যাজপ্রমের সঙ্গে বৈঠকে নসরুল হামিদ বলেন, ‘দেশে ও বিদেশে তেল গ্যাস অনুসন্ধানে বাপেক্সকে আরো শক্তিশালী করা হবে। বাপেক্স আর গ্যাজপ্রম যৌথ বিনিয়োগে কোম্পানি গঠন করে মিয়ানমারসহ বিভিন্ন দেশে তেল-গ্যাস অনুসন্ধানে অংশ গ্রহণ করবে।’
যৌথ (জয়েন্ট ভেঞ্চার) কোম্পানি গঠন ছাড়াও স্থলভাগ ও গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বাপেক্সের মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে গ্যাজপ্রেমের সহায়তা নিয়ে বৈঠেকে আলোচনা হয়েছে।
গ্যাজপ্রমের পক্ষ থেকে এ সব বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে বলে জ্বালানি বিভাগ জানিয়েছে।
বৈঠকে গ্যাজপ্রমের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বহী কর্মকর্তা ভেলরি গুলেভ ও বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান উপস্থিত ছিলেন।