Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
চলচিত্র ‘রানা প্লাজা’ সম্প্রচারে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত।

বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্ট ওয়ার্কাস এমপ্লয়িজ লীগের সভাপতি সিরাজুল ইসলামের রিভউ আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এই আদেশ দেন। ফলে আবারো আটকে গেল চলচিত্র ‘রানা প্লাজা’ সম্প্রচার ও প্রদর্শনি।

হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রায়ের রিভিউ আবেদন শুনানির পর এই আদেশ দেয়া হয়েছে। আদালতে রিভউ আবেদন শুনানি করেন ইউসুফ হোসেন হুমায়ুন।

এর আগে চল”িচত্রটির প্রয়োজক শামীমা আক্তারের করা আপিল আবেদনের নিষ্পত্তি করে গত ৬ সেপ্টম্বর চলচিত্র ‘রানা প্লাজা’ সম্প্রচারে হাইকোর্টের দেয়া নিষেধাঞ্জা স্থগিত করেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। যার ফলে ‘রানা প্লাজা’ চল”িচত্র সিনেমা হলে প্রদর্শন ও সম্প্রচারে কোনো বাধা ছিল না।
গত ৪ সেপ্টেম্বর এ চল”িচত্র মুক্তি পাওয়ার কথা থাকলেও হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে তার কার্যক্রম বন্ধ ছিল।

বিভিন্ন দৃশ্যের কারণে শামীম আক্তার প্রযোজিত ও নজরুল ইসলাম খান পরিচালিত ‘রানা প্লাজা’চল”িচত্রটি দীর্ঘদিন সেন্সর বোর্ডে আটকে ছিল। শেষ পর্যন্ত গত ১৬ জুলাই বাংলাদেশ চল”িচত্র সেন্সর বোর্ড ‘রানা প্লাজাকে সনদ দেয়।

এই সিনেমায় ‘ভীতিকর চিত্র দেখানো হয়েছে অভিযোগ করে বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্ট ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগের সভাপতি সিরাজুল ইসলাম এরপর হাইকোর্টে একটি রিট আবেদন করেন।

তার আবেদনের ওপর প্রাথমিক শুনানি করে গত ২৪ অগাস্ট হাই কোর্ট এ চল”িচত্রের প্রদর্শনী ও সম্প্রচারে ছয় মাসের অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দেয়। সেন্সর বোর্ডের দেওয়া সনদের কার্যকারিতাও একই সময়ের জন্য স্থগিত করা হয়।

সেই সঙ্গে চল”িচত্রটির সেন্সর সনদ কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট। তথ্য সচিব, চল”িচত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, এফডিসির এমডি ও চল”িচত্রটির প্রযোজককে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়