Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

69খোলা বাজার২৪ ॥  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
াড়ি চুরির মামলায় খুলনা মহানগর ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ শনিবার তাঁকে তিনদিনের রিমান্ডে নিয়েছে ঢাকার রমনা থানার পুলিশ।

ঢাকার রমনা থানায় গত ৫ সেপ্টেম্বর আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তি বাদী হয়ে গাড়ি চুরির মামলা করেন। সেই মামলার ৭ নম্বর আসামি সৈয়দ কিসমত আলী।

খুলনা মহানগরের খান জাহান আলী এলাকায় আফিল জুট মিলের পাশে সৈয়দ কিসমত আলীর নিজস্ব বাড়ি রয়েছে। ওই বাসভবনে খানজাহান আলী পুলিশ ফাঁড়িও অবস্থিত।

ওই বাড়ির আশপাশের লোকজন ও ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, গতকাল শুক্রবার রাতে র‍্যাব ২-এর একটি দল নিজ বাড়ি থেকে সৈয়দ কিসমতকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়। কিসমতকে আজ শনিবার ঢাকার রমনা থানায় সোপর্দ করা হয়।

তবে খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল হক জানান, পুলিশের একটি দল রমনা থানায় করা গাড়ির চুরি মামলায় সৈয়দ কিসমত আলীকে রাতে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, রমনা থানার পুলিশ আজ সৈয়দ কিসমতকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।