খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
ঢাকায় আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আজকের মতো কর্মসূচি শেষ করেছেন। বিকেল সাড়ে চারটা থেকে ছয়টার মধ্যে পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন স্থানে কর্মসূচি পালনরত শিক্ষার্থীরা তাঁদের কর্মসূচি স্থগিত করেন। তবে তাঁরা বলেছেন, কাল সোমবার একই দাবিতে অবস্থান কর্মসূচি চলবে। বিকেল পাঁচটার দিকে বনানী, চেয়ারম্যান বাড়ি ও মহাখালী ওয়্যারলেস গেট সংলগ্ন সড়কে আন্দোলনরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের কর্মসূচি স্থগিত করেন। এর আগে রামপুরা সড়কে ও নদ্দায় অবস্থান নেওয়া শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন। বিকেল সাড়ে চারটার দিকে পান্থপথ ও গ্রিণরোডে আন্দোলনরতরা কর্মসূচি শেষ করেন। সন্ধ্যা ছয়টার দিকে ধানমন্ডি থেকেও সরে যান শিক্ষার্থীরা। সাড়ে পাঁচটার দিকে উত্তরা হাউজিং সংলগ্ন সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা আজকের কর্মসূচি শেষ করেন।