Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
ঢাকা: উপজেলা প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) কর্মচারীসহ ৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। (ডিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে পিএসসির ‍কর্মচারীকে বন্দরনগরী চট্টগ্রাম থেকে আটক করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় আটকের বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম। তিনি বলেন, গত শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রকৌশলী নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। কিন্তু পরীক্ষার আগে হাতে লিখে ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আটকৃতরা। এ বিষয়ে সেমাবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানান ডিসি।