Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

67খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
ঘনিষ্ঠ আবেদনময়ী দৃশ্যতে তার জুড়ি মেলা ভাড়। এটা সানির লাইফ স্টাইল ও ক্যারিয়ারের একটা সাধারণ বিষয়। হয়ত এগুলোকে শ্লীল আর অশ্লীলের পাল্লায় মাপেন না। তাই বলে অন্যের কাছে এসব অশ্লীল হবে না তা নয়। তাইতো অশ্লীলতার অভিযোগে সানি লিওনকে তলব করল লুধিয়ানা পুলিশ। ‘রক্ষা জ্যোতি ফাউন্ডেশন’নামে একটি এনজিওর অভিযোগের ভিত্তিতে শনিবার সানি এবং একটি কনডম উৎপাদক সংস্থাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এখানেই শেষ নয়, আগামী ২১ সেপ্টেম্বর ফের তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। গত বুধবার পুলিশ কমিশনার পরমরাজ সিং উমরানাঙ্গলের কাছে এই অভিযোগ দায়ের করা হয়। ওই এনজিওর অভিযোগ, কন্ডোমের বিজ্ঞাপন করে সমাজে অশ্লীলতা ছড়াচ্ছেন সানি। কিছুদিন আগেই উত্তরপ্রদেশে বাম নেতা অতুলকুমার অনজান মন্তব্য করেছিলেন, সানির অশ্লীল বিজ্ঞাপনে দেশে ধর্ষণ বাড়ছে। তার পরই দিল্লিতে যন্তর মন্তরের সামনে কয়েক জন সমাজকর্মী বিক্ষোভ দেখিয়েছিলেন সানির বিরুদ্ধে। তাদের স্লোগান ছিল- সানি লিওন ওয়াপাস যাও, মেরে দেশ মে গন্ধ না ফেলাও। অভিনেত্রী রাখি সাওন্তও সানিকে ভারত থেকে নিষিদ্ধ করার ডাক দিয়েছিলেন এর আগে। এত কিছুর পরে সানি তাদের উদ্দেশ্যে তীর্যক টুইট করেছিলেন, “ক্ষমতাশালী লোকেরা নিজেদের কাজ ঠিকমতো করেন না। অথচ আমাকে নিয়ে ভেবে সময় নষ্ট করেন। এদের জন্য আমার কষ্ট হয়। অভিযোগের পর অভিযোগে কোণঠাসা হয়েছিলেন আগেই, এ বার পুলিশি তলবে তাঁর বিড়ম্বনা আরও বাড়ল বলেই মনে করছেন বলিউডের একাংশ।