খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর কোরবানির ঈদ উদযাপনে অস্ট্রেলিয়া যাচ্ছেন। আজ সোমবার রাতের ফ্লাইটে দেশ ছাড়ছেন তিনি।
জানা গেছে, অনেক বছর ধরে শাবনূরের ছোট ভাই ও বোন অস্ট্রেলিয়ায় থাকেন। আর পাঁচ বছর আগে সে দেশের নাগরিকত্ব পেয়েছেন শাবনূর। ফলে নাগরিকত্ব বহাল রাখার জন্য নির্দিষ্ট একটা সময়ে তাকে অস্ট্রেলিয়া যেতে হয়।
কবে দেশে ফিরবেন জানাতে চাইলে শাবনূর বলেন, আগে তো যাই। পরে দেশে ফেরার চিন্তা করব। তবে দেশে তো আসতেই হবে। শিগগিরই দেশে ফিরে আসব।
উল্লেখ্য, ২০১৩ সালে ডিসেম্বরে সিডনিতে জন্ম নিয়েছে শাবনূরের একমাত্র সন্তান আইজান। এবার আইজানকে নিয়েই অস্ট্রেলিয়াতে ঈদ করবেন ‘নিরন্তন’ খ্যাত এ অভিনেত্রী।