খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫ আগামী ১৮ সেপ্টেম্বর কলকাতার বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনীত ‘আশিকী’ ছবিটি। আর ওই দিন নিজের রুপের জাদুতে কলকাতা মাতাবেন বাংলাদেশি এ নায়িকা।
‘আশিকী’ ছবিটিই মডেল-অভিনেত্রী নুসরাত ফারিয়ার প্রথম ছবি। এতে নায়ক হিসেবে আছেন কলকাতার অঙ্কুশ হাজরা। ইউটিউবে এই ছবির প্রকাশিত গানগুলো দিয়ে এরই মধ্যে প্রশংশা বর্ষণে শিক্ত হয়েছেন নুসরাত-অঙ্কুশ জুটি।
কলকাতার পর্দায় অভিষেক প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘খুব দুশ্চিন্তা হচ্ছে। কলকাতার তারিখ চুড়ান্ত হওয়ার পর ঘুম হারাম হয়ে গেছে। সেখানকার দর্শক আমাকে কিভাবে নেবেন সেটাই ভাবছি।’
এদিকে কলকাতার পর বাংলাদেশে কোরবানি ঈদের দিন মুক্তি পাচ্ছে ছবিটি। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের ব্যানারে নির্মিত এ ছবিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আরিফা পারভিন মৌসুমী।