খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
সানি লিওনের পর আরেক পর্নো তারকাকে দেখা যেতে পারে ভারতীয় টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস’-এ। এবার বিগ বস ৯-এ দেখা যেতে পারে লেবানিজ বংশোদ্ভূত পর্নো তারকা মিয়া খলিফাকে। সূত্রের খবর, ২২ বছরের মিয়াকে রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে বিগ বসের আসরে আনতে চায় চ্যানেল কর্তৃপক্ষ। এবারও এ বিয়েলিটি শোতে সঞ্চালকের ভূমিকায় থাকবেন বলিউডের তারকা অভিনেতা সালমন খান। ‘বিগ বস- ৫’ সুপারহিট হওয়ার পেছনে বড় অবদান ছিল পর্নো তারকা থেকে বলিউডে পা রাখা সানি লিওনের। গত দু’মৌসুমে সেভাবে হিট হয়নি বিগ বস। তাই এবার বড় সেলেব এনে চমক দিতে চাইছে কালার্স টিভি কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, মিয়ার হাতে এখন অনেক কাজ, তাই শুরু থেকে তিনি থাকতে পারবেন না। অনুষ্ঠানের মাঝ পর্বে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে ক’দিন বিগ বসের ঘরে কাটাবেন মার্কিন এ পর্নো অভিনেত্রী। শোনা যাচ্ছে, এবারের বিগ বসে থাকবেন মডেল আরশি খানও। আগামী ১১ অক্টোবর শুরু হবে বিগ বস-৯। বিশ্বের সবচেয়ে বড় অ্যাডাল্ট নেটওয়ার্কিং সাইট পর্নহাবের বিচারে চলতি বছর সেরা পর্নো তারকার স্বীকৃতি পেয়েছেন মিয়া। ক’মাস আগে পর্নো ছবিতে অভিনয় করার জন্য তাকে খুন করার হুমকি দেওয়া হয়। উল্লেখ্য, মাত্র ১০ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিয়া খলিফা। আঠারো বছর বয়সে ফেব্র“য়ারি ২০১১-তে এক মার্কিনিকে বিয়ে করেন তিনি; বর্তমানে ফ্লোরিডায় বাস করছেন মিয়া। গত বছরের অক্টোবরে পর্নো ইন্ডাস্ট্রিতে পা রাখেন মিয়া; এরপর ক্ষোভে উত্তাল হয় গোটা মধ্যপ্রাচ্য। একপর্যায়ে বিবৃতি দিয়ে মেয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক না থাকার ঘোষণা দেন তার মা-বাবা।