Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
48২০১৫-১৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার উত্তরসহ প্রশ্নপত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় প্রশ্নফাঁস চক্রের ‘মূল হোতা’ জসীমউদ্দিন ও ডা. শোভনসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, এ সময় ওই ‘প্রশ্নফাঁস চক্রের’ কাছ থেকে এক কোটি ২১ লাখ টাকার চেকও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে দুপুরে র‌্যাব সদর দফতরের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান মুফতি মাহমুদ। চলতি শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএসের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা হবে আগামী শুক্রবার। উল্লেখ্য, দেশে বর্তমানে ২৯টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৩ হাজার ১৬২টি আসন এবং ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩২৫টি আসন রয়েছে। এছাড়া ৯টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজগুলোর ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে ৫৩২টি ও ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ২৮০টি আসন রয়েছে।