খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ২১০ ভরি সোনাসহ দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এয়ারপোর্ট এপিবিএন)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত দুইটার দিকে বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুই যাত্রী হলেন- কুমিল্লার বুড়িচংয়ের আবু ইউসুফ আলী (৩১) এবং মাসুদ মিয়া (৩৮)। বিমানবন্দর এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আকতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুইজনই গত রাত ২টার দিকে এয়ারএশিয়ার একে-৭১ ফ্লাইটের যাত্রী ছিলেন। চলাফেরা সন্দেহজনক মনে হলে হাতব্যাগে তল্লাশি চালিয়ে আবু ইউসুফের কাছ থেকে ৯টি এবং মাসুদের কাছ থেকে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়। ’১০০গ্রাম ওজনের ২১ স্বর্ণের বারের ওজন ২কেজি ১০০ গ্রাম। আর ভরির হিসেবে ২১০ ভরি। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৯৫ লাখ টাকা,’ যোগ করেন তানজিনা। আটক দুইজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।