খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
জাস্টিন-সেলেনার সম্পর্কটা ভেঙেছে অনেক আগেই। কিন্তু তারপর প্রাক্তন প্রেমিক জাস্টিন বিবারের জন্য নিজের হৃদয়ে আলাদা জায়গা করে রেখেছেন সেলেনা গোমেজ। সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্বকে হারিয়ে যেতে দেননি তারা। এ বিষয়ে ২১ বছর বয়সী এই গায়িকা জানান, ‘সত্যিকারভাবে আমরা এখনও ভালো বন্ধু’।
তিনি আরও জানান, ‘আমি তাকে সারাজীবন সমর্থন করবো এবং তাকেই ভালোবাসবো। আমরা একসাথে বড় হয়েছি। এবং আমি মনে করি তিনিও আমাকে সম্মান করেন।’
সেলেনাকে প্রশ্ন করা হয় যদি আপনাদের সম্পর্ক আবার হয়, তাহলে কি করবেন। জবাবে মুচকি হেসে তিনি জানান, ‘আমি জানি না।’ চার বছর চুটিয়ে প্রেম করার পর গত বছরের অক্টোবরে বিচ্ছেদ হয় তাদের।