খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
স্বতন্ত্র পে-স্কেল বাস্তবায়নসহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা পুনর্র্নিধারণের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা শিক্ষামন্ত্রীর সঙ্গে তার বাসায় বৈঠক করেছেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মিন্টো রোডের বাসায় বেলা সোয়া ১১টার দিকে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র।
অষ্টম বেতন স্কেলে পদমর্যাদা অবনমনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে কর্মবিরতিসহ অন্যান্য কর্মসূচি পালন করছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিদেশ সফর শেষে শিক্ষামন্ত্রী দেশে ফেরার পর এ বিষয়ে সমাধানের লক্ষ্যে বৈঠকে বসলেন তারা।