খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫ :
শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে প্রভুদেবা পরিচালিত এবং অক্ষয় কুমার ও এমি জ্যাকসন অভিনীত ‘সিং ইজ ব্লিং’। শোনা যাচ্ছে এ সিনেমায় একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ‘জিসম টু’ অভিনেত্রী সানি লিওনকে। এ নিয়ে প্রশ্ন করা হলে সম্প্রতি অক্ষয় কুমার ও প্রভুদেবা খানিকটা চাতুরির আশ্রয় নেন।
অক্ষয় এক অনুষ্ঠানে সাংবাদিকদের জানান, সানির অন্তর্ভুক্তির বিষয়টি তিনি জানতেন না। এর পরই প্রশ্ন ছুড়ে দেন, ‘কিভাবে জানলেন তিনি এ সিনেমায় অভিনয় করছেন? সানি কি আপনাকে এ কথা বলেছেন?’
তাহলে কি সানি অভিনয় করেননি?-এমন প্রশ্নের জবাব ‘বেবি’ তারকা বলেন, ‘এর জন্য আপনাকে সিনেমাটি দেখতে হবে।’
এদিকে প্রথমে সানি লিওন প্রসঙ্গ এড়িয়ে যেতে চান প্রভুদেবা। পরে অনেকটা প্রশ্নবাণে জর্জরিত হয়ে বলেন, ‘তাকে একটিমাত্র দৃশ্যে দেখা যাবে।’ সব মিলিয়ে ধারণা করা হচ্ছে ‘সিং ইজ ব্লিং’র টিম সানি লিওনের অভিনয়ের বিষয়টি প্রকাশে খুব একটা খুশি নন।
কয়েক মাস আগে ‘সিং ইজ ব্লিং’ সিনেমায় সানির অন্তর্ভুক্তির খবর সংবাদমাধ্যমে প্রকাশ হয়। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
সংবাদে জানানো হয় গোয়াতে এমটিভির একটি অনুষ্ঠানের শুটিংয়ে গিয়েছিলেন সানি। একই সময়ে কাছাকাছি স্থানে ‘সিং ইজ ব্লিং’র শুটিং চলছিল। সিনেমাটির শুটিং দেখতে গিয়ে ক্যামিও রোলে অভিনয়ের প্রস্তাব পান সানি। আর তাতে না করতে পারেননি ‘বেবি ডল’।