খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫ :
সিলেট সদর উপজেলার কুমারগাঁওয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় ১৩ বছরের শিশু শেখ সামিউল আলম রাজনকে। শুধু নির্যাতন নয়, নির্যাতনকারীরা অমানুষিক নির্যাতনের ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে তা ইন্টারনেটের ছড়িয়ে দেয়। এমন নির্মমভাবে হত্যার ঘটনায় নাড়া দিয়েছে সমাজের সর্বস্তরের বিবেককে। এ ঘটনায় সিলেটসহ দেশজুড়ে শুরু হয় তোলপাড়, দাবি উঠে নির্যাতনকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির।
বর্বরোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে প্রতিবাদ জানায় মানুষ। এই প্রতিবাদের জোয়ার এখনও বইছে। প্রতিবাদের অংশ হিসেবে রাজন হত্যার নির্মমতা নিয়ে এবার নাটক নির্মিত হয়েছে। নির্মিত ‘অমানুষ’ নাটকটি নির্মাণ করেছেন সিলেটের উদীয়মান নাট্য নির্মাতা শামীম আহমদ বাদশা।
৪৫ মিনিটের এ নাটকে উঠে এসেছে রাজন খুনের নির্মমতা। এই নিষ্ঠুরতার করুণ চিত্র ফুটিয়ে তোলার পাশাপাশি সৌদিতে ঘাতক কামরুলের আটক হওয়ার দৃশ্যাবলী তুলে ধরা হয়েছে।
সিলেটের গুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে ‘অমানুষ’ নাটকের পোস্টার, বিলবোর্ড, ফেস্টুনসহ নানা প্রচারণা।
নাটকের শেষের দিকে বলা হয়েছে, ‘ন্যায় বিচারের অপেক্ষায় গোটা জাতি’। নাটকটির নির্মাতা শামীম আহমদ বাদশা জানিয়েছেন, রাজন খুন সামাজিক অবক্ষয়ের এক জ্বলন্ত প্রমাণ। এ কারণে তার খুনের ঘটনা গোটা দেশের বিবেককে নাড়া দিয়েছে। আর এই প্রতিবাদের অংশ হিসেবে নাটকটি নির্মাণ করা হয়েছে। আর যাতে কোনো রাজনকে প্রাণ দিতে না হয় সে ম্যাসেজটি তুলে ধরা হয়েছে নাটকটিতে।
এদিকে, রাজনের কাহিনী অবলম্বনে নির্মিত অমানুষ নাটকটির মোড়ক উন্মোচন ও প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিলেটের নজরুল একাডেমিতে নাটকটির মোড়ক উন্মোচন করেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, রাজন খুনের ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার আন্তরিক রয়েছে। ইতিমধ্যে দেশের ভেতরে থাকা আসামিরা গ্রেফতার হয়েছে। আর সৌদিতে আটক থাকা কামরুল ইসলামকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।