Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
41খুব শীঘ্রই আসছে এই প্রজন্মের তরুন কণ্ঠশিল্পী “এস আর সুমন’র “প্রিয় মানুষ “গানের মিউজিক ভিডিও। সুমনের সাথে এই গানটিতে দ্বৈত কন্ঠ দিয়েছেন কানাডা প্রবাসী কন্ঠশিল্পী তনুকা । গানটি গত বছর ভালোবাসা দিবসে জি-সিরিজ এর ব্যানারে “তোরই অনুভব” নামক মিক্সড এ্যালবামে প্রকাশ পায়। গানটির কথা লিখেছেন গীতিকবি মাসুদ আহমেদ এবং সুর ও সঙ্গীত করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক- এফ,এ,সুমন। প্রিয় মানুষ গানটির মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেয় তরুন কণ্ঠশিল্পী এস আর সুমন। বর্তমানে আরও বেশ কিছু গানের কাজ নিয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছেন এস আর সুমন। ভিডিওটি পরিচালনা করেছেন মেহেদী চৌধুরী, গল্প লিখেছেন এফ,এস অবন্তী । ভিডিওটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন তান্নি ও অর্ক । খুব শীঘ্রই দর্শকরা ভিডিওটি বিভিন্ন টিভি চ্যানেলে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে দেখতে পাবেন। পরিচালক মেহেদী চৌধুরী বলেন, আমি চেষ্টা করেছি দর্শকদেরকে ভালো একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। এটি একটি গল্প নির্ভর মিউজিক ভিডিও এবং খুব ট্রাজেডি একটি গল্প দিয়ে তৈরী করা হয়েছে ভিডিওটি । আশা করি ভিভিওটি সবার ভালো লাগবে