খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
নারায়ণগঞ্জের আড়াইহাজারের একটি বাজারের দুইটি দোকান থেকে ভিজিএফের ৮৪ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রবিউল ইসলাম নামে এক চাল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আড়াইহাজারের সিংহদী বাজারের দুটি দোকান থেকে এ চাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি চাল কালোবাজারে কম দামে কিনে বেশি দামে বিক্রি করার তথ্য পেয়ে পেয়ে বুধবার দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের সিংহদী বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের রবিউলের দোকান থেকে ভিজিএফের ৩৪ বস্তা চাল জব্দ করা হয় ও তাকে গ্রেফতার করা হয়। পরে পাশের তিনচণ্ডী বাজারে অভিযান চালিয়ে আলম মিয়ার দোকান থেকে আরও ৫০ বস্তা ভিজিএফ এর চাল জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত চালের বস্তায় খাদ্য অধিদফতরের সিল রয়েছে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।