Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
22বড়পর্দায় বহুদিন কাটিয়ে ছোটপর্দার দুনিয়ায় পা রাখছেন বিপাশা বসু। আমেরিকাল টেলি সিরিজ স্ক্যান্ডালকে ভারতীয় টেলিভিশনে আনছেন পরিচালর রোহন সিপ্পি। সেখানেই ছোটপর্দায় অভিষেক হচ্ছে বিপসের। খবর কণকাতা ২৪-র । এর আগে অনিল কাপুর বিদেশী টেলি সিরিজ ২৪ -এর ভারতীয় রূপান্তরে অভিনয় করেছিলনে। সেই পথেই আসতে চলেছে স্ক্যান্ডাল। এ টেলি সিরিজে বিপাশা বসুকে দেখা যাবে অলিভিয়া পোপের ভূমিকায়। স্ক্যান্ডাল-এ যে চরিত্রে অভিনয় করেছিলেন কেরি ওয়াশিংটন। ছোটপর্দায় বিপাশার চরিত্র মনে করিয়ে দিতে পারে কর্পোরেট ছবির বিপাশাকে। কাহিনিতে ক্ষমতা, রাজনীতির প্যাঁচপয়জার থাকছে প্রতি পরতে। বিপাশা সেখানে এমন এক ভূমিকায়, যিনি ক্ষমতা ও রাজনীতির সমীকরণগুলো বদলে দিতে থাকেন। স্মার্ট, বুদ্ধিমতী এই চরিত্র যেন একেবারে বিপাশার জন্যই। তাঁর পোশাক-আসাক ও স্টাইলিংও করা হচ্ছে সেরকমই। আমেরিকান স্ক্যান্ডালকে বড়মাত্রাতেই ভারতীয় ছোটপর্দায় আনছেন পরিচালক রোহন। বিপাশা ছাড়াও টিভি ও বলিউডের আরও বেশ কিছু পরিচিত মুখ থাকবেন এ সিরিজে। অক্টোবর থেকেই শুরু হচ্ছে সিরিয়ালের শুটিং।