Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
39চাঁদপুরে পদ্মা-মেঘনায় ১৫ দিনের জন্য জাল ফেলে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
সরকারি এ প্রজ্ঞাপনে বলা হয়, ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুম হিসেবে ১৫ দিন প্রজনন সক্ষম ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে এবং মোহনায় উঠে আসে। এ সময় ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দিতে ১৫ দিন মা ইলিশ নিধন, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ।
শাস্তির বিধান সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়, এ আইন অমান্য করলে ইলিশ সংরক্ষণ আইনে শাস্তিমূলক ব্যবস্থায় এক মাস থেকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, অর্থ জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
একই অপরাধ দ্বিতীয়বার করা হলে দ্বিগুণ সাজা দেওয়ার বিধান রয়েছে বলে উল্লেখ আছে প্রজ্ঞাপনে।