খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
বিয়ের দুই বছর পার না হতেই বিচ্ছেদের পথে হাঁটলেন ‘বিগ ব্যাং থিওরি’ তারকা কেলি কোকো ও টেনিস খেলোয়াড় রায়ান সুইটিং। পিপল ম্যাগাজিন বলছে, ২৫ সেপ্টেম্বর বিচ্ছেদের খবর জানান কোকোর মুখপাত্র। তবে জানা যায়নি নেপথ্য কারণ। ২০১৩ সালে টেনিস খেলোয়াড় রায়ান সুইটিংয়ের সঙ্গে প্রেম করা শুরু করেন কোকো। প্রেমের বয়স তিন মাস হতে না হতেই ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন তারা। চলতি বছরের শুরুতে শোনা যায়, তাদের সম্পর্কে চিড় ধরেছে। কিন্তু এই খবর গুজব বলে ইন্সটাগ্রামে ভক্তদের নিশ্চিত করেন কোকো। বিচ্ছেদের ঘোষণা দেয়ার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে সাবেক স্বামীর সব ছবি মুছে দেন কোকো। অপরদিকে ইন্সটাগ্রামের সব ছবি মুছে ফেলার পর নিজের ফেইসবুক পেইজ বন্ধ রেখেছেন সুইটিং। সুইটিংয়ের আগে পর্দার প্রেমিক জনি গালেকির সঙ্গে টানা দুই বছর প্রেম করেছিলেন কোকো, যার অন্ত ঘটে ২০০৯ সালে। এছাড়া ২০১১ সালে এক মনোবিদের সঙ্গে আংটি বদল করেন তিনি, ২০১২ সালের মার্চে তাদের সম্পর্ক ভেঙে যায়।