খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
মিনায় পদ পিষ্ট হয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার সৌদি সরকার কর্তৃক ঘোষিত নিহতদের তালিকায় তাদের নাম ছাপা হয়েছে।
নিহতরা হলেন-শহরের উত্তর বাজারের জালাল উদ্দিন মনি (৩৮), তার পিতা মইব উদ্দিন (৬২) ও মাতা রাবিয়া বেগম (৫৫)।
জানা গেছে, জালাল উদ্দিন মনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। কুলাউড়া নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় তথা জেলার মধ্যে একজন মেধাবী ছাত্র হিসেবে মনি সুপরিচিত ছিলেন।
মনির বন্ধু রাজু জানান, এক ভাই ও এক বোন ছাড়া পরিবারের সকলের মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর থেকে তারা নিখোঁজ ছিলেন। তখন থেকেই পরিবারের লোকজন উদ্বিগ্ন ছিলেন। গতকাল মৃত্যুর খবরটি নিশ্চিত হওয়ায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।