খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে অভিযান চালিয়ে একে-২২ রাইফেলসহ ১৯টি অস্ত্র উদ্ধার করেছে র্যাব ও কোস্টগার্ড। এসময় তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার সকাল ৬টায় র্যাবের অভিযান শুরু হয়। দুপুরেও সন্দ্বীপের হারামিয়া ও সেনের হাট এলাকায় এ অভিযান চালছিল।
বেলা ১২টার দিকে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে। অস্ত্র উদ্ধারে এখনও অভিযান চলছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একে-২২ রাইফেল ছাড়াও পিস্তল, রিভলভার, একনলা বন্দুক ও গুলি রয়েছে।
এদিকে সন্দ্বীপ এলাকার জলদস্যুতা ও মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের সঙ্গে আটকদের যোগাযোগ থাকতে পারে বলে র্যাবের ধারণা। আটকদের বিষয়ে পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।