Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
32দেশীয় শোবিজে এ সময়ের ব্যস্ত উপস্থাপকদের অন্যতম একজন রুমানা মালিক মুনমুন। লাক্স-চ্যানেল আই সুপারস্টার খ্যাতি অর্জনের পর থেকে নিজেকে মিডিয়ার অন্য কোন কাজে তেমন ব্যস্ত রাখেননি তিনি। কেবল উপস্থাপনাতেই নিয়মিত। দক্ষ উপস্থাপনা সূত্রে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তাও। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে কথা বলেছেন মুনমুন।
এখন ব্যস্ততা কি নিয়ে?
এ মুহুর্তে তো কোন কাজ নেই। ঈদের ছুটিতে বেড়াতে এসেছি। বরাবরের মতো এবারও বিভিন্ন চ্যানেলে ঈদের বিশেষ কিছু অনুষ্ঠানের উপস্থাপনা করেছি। সেগুলো প্রচার হচ্ছে। দেখছি। সেসবের মধ্যে এখনও চলছে চ্যানেল টুয়েন্টিফোরে ‘তোমার ¯েœহে তোমার ছায়া’। এটি ঈদের দিন থেকে প্রচার হচ্ছে রাত সাড়ে ৮ায়। এছাড়া এনটিভিতে আজ থেকে শুরু হচ্ছে সংগীত বিষয়ক অনুষ্ঠান ‘সেই সব গান’। এর আরও দুটি পর্ব প্রচার হবে।
ঈদের পর নতুন কোন অনুষ্ঠানের কাজ করবেন?
এখন সেভাবে কোন বিষয় চূড়ান্ত হয়নি। তবে কথাবার্তা চলছে। আশা করছি ভিন্ন ধাঁচের কয়েকটি অনুষ্ঠানে কাজ করবো।
বাংলাভিশনের ‘আমার আমি’র জন্য ব্যাপক সাফল্য পেয়েছেন। এ নিয়ে কিছু বলুনৃ
একটি অনুষ্ঠান এতদিন ধরে চলে আসছে। এটা কিন্তু সহজ কথা নয়। দর্শক চেয়েছেন ‘আমার আমি’র পথ দীর্ঘ হোক। তাই হচ্ছে। আমিও দারুণ খুশি। আর সবচেয়ে বড় কথা হলো এ অনুষ্ঠানটি আমার ক্যারিয়ারের জন্য বড় একটি অর্জন। এতটা সময় দর্শকের মাঝে আছি। দর্শক আমাকে গ্রহণ করেছেন এটা সত্যিই ভাল লাগার বিষয়। আশা করছি এ অনুষ্ঠানটি আরও দীর্ঘতর হবে।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর উপস্থাপনাতেই বেশি মন দিয়েছেন। অভিনয়ে নয় কেন?
আসলে একের পর এক অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছি এ জায়গাটিতে। তাই অভিনয়ে সেভাবে নিয়মিত হতে পারিনি। নিজেকে এ জায়গাটিতেই আটকে ফেলেছি। আর এটা আমার ভালবাসা বলতে পারেন। সে সঙ্গে দর্শক আমাকে ভালবেসেছেন। অভিনেত্রী থেকে উপস্থাপক হিসেবেই তারা হয়তো আমাকে দেখতে চেয়েছেন। তাই উপস্থাপনাটাই আমাকে পেশা হিসেবে বেছে নিতে হয়েছে।
শুনেছি চলচ্চিত্রে আসছেন। সত্যি?
না, আমিতো টিভি নাটকেই খুব একটা কাজ করি না। ভাল স্ক্রীপ্ট পেলে দুই একটি নাটকে অভিনয় করি। তাহলে চলচ্চিত্রে আসবো কি করে। অনেকে অনেক কথা বলতে পারেন। কিন্তু বিষয়টি মোটেও সত্যি নয়। আর হ্যাঁ, চলচ্চিত্রে আসার তেমন কোন আগ্রহ নেই। তবে কখনো ভাল গল্প পাই যদি তখন হয়তো সিদ্ধান্ত নেবো। এ মুহুর্তে চলচ্চিত্রের জন্য কোন প্রিপারেশন আমার নেই।
নতুন যারা উপস্থাপনায় আসছেন তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি?
আসলে আমি এখনও নিজেই শিখছি। কারো জন্য পরামর্শ দেয়ার মতো যোগ্যতা কতটুকু হয়েছে তা ঠিক বলতে পারবো না। শুধু এটুকুই বলি, যারা এ পেশায় আসছেন বা আসতে চান পেশাদারিত্বের কথা মাথায় রাখতে হবে। কারণ যে কোন মাধ্যমে সফল হওয়ার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে পেশাদারিত্ব । আর সে সঙ্গে অবশ্যই কাজটাকে ভালবাসতে হবে।
আপনার ব্যক্তিগত জীবন কেমন কাটছে?
অনেক ভাল। আলহামদুলিল্লাহ। কাজের বাইরে পরিবার পরিজন নিয়ে আমার সময়টা বেশ ভালই কাটে। এইতো ঈদের ছুটিতে পরিবারের মানুষগুলোর সঙ্গে বেড়াতে চলে এসেছি।