Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
33ঈদকে সামনে রেখে প্রত্যেক শিল্পীরই কমবেশি ব্যস্ততা বাড়ে। সেই তালিকায় বাদ যাননি ছোট পর্দার জনপ্রিয় মুখ নাদিয়া আহমেদ। সম্প্রতি তিনি কথা বলেছেন ঈদ উদযাপন থেকে শুরু করে ঈদের রান্নাবান্নাসহ আরও বিভিন্ন বিষয়ে।
এবারের ঈদে ব্যস্ততা কেমন ছিল?
২২ সেপ্টেম্বর পর্যন্ত ঈদ নাটকের সুটিং নিয়েই ব্যস্ত ছিলাম। তৌকির আহমেদ এবং বদরুল আনাম সৌদের পরিচালনায় দুটি নাটকে দেখা যাবে আমাকে। এছাড়াও ঈদ উপলক্ষ্যে অনিরুদ্ধ রাসেলের ‘নীল মেঘ কুয়াশা আর ভালোবাসা’ নামক একটি নাটকে অভিনয় করেছি। বাকি দুটি নাটকের সুটিং হয়েছে দেশের বাইরে।
ঈদের দিন সাধারনত কী করেন?
যেহেতু ঈদের দিন কোনো সুটিং থাকে না, সুতরাং ওইদিন আমি একটু ঘুমিয়ে নেই। এছাড়া ঈদের ছুটিতে বন্ধু এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি।
ঈদে বিশেষ কিছু রান্না করেন?
খুব সামান্যই রান্না করি। মূলত ওটা আমার মায়ের বিভাগ। তবে বিশেষ কোনো উদ্দেশে আমি সাধারনত ডের্জাট আইটেমগুলোই প্রস্তুত করি। বলা যায়, আমি একজন অকেশনাল রাঁধুনি। তবে রেসিপি সংগ্রহ করতে খুব পছন্দ করি।
ঈদের সাজৃ
এটি আসলে পরিস্থিতির উপর নির্ভরশীল। যদি ঈদে কোনো পার্টি থাকে তাহলে আমি উজ্জ্বল সাজ দেই। যদি বাসায় থাকি, তাহলে কিছুই করি না। খুব সাদামাটা থাকতে পছন্দ করি।
ঈদের নাটক দেখেন?
আসলে ঈদের সময় আমি পরিবারের সদস্য এবং আত্মীয়দের সঙ্গেই বেশি সময় কাটাতে চাই। তবে পরে নাটকগুলো ইউটিউবে দেখে নেই।